মঙ্গলবার, ২ জুন, ২০১৫

Hossain SN: ~ তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো! ~

Hossain SN: ~ তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো! ~

~ তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো! ~


তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো!

আমি মেঘের দলে আছি, আমি ঘাসের দলে আছি,
তুমিও থাকো বন্ধু হে, বসিয়া থাকো, একটু বসিয়া থাকো!

রোদের মধ্যে রোদ হয়ে যাই, জলের মধ্যে জল,
বুকের মধ্যে বন্ধু একটা নিঃশূণ্য অঞ্চল! বুকের মধ্যে বন্ধু একটা নিঃশূণ্য অঞ্চল!

তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো!












আমি পাতার দলে আছি, আমি ডানার দলে আছি,
তুমিও থাকো বন্ধু হে, বসিয়া থাকো, একটু বসিয়া থাকো!

মেঘের মধ্যে রোদ হয়ে যাই, ঘাসের মধ্যে ঘাস,
বুকের মধ্যে হলুদ একটা পাতার দীর্ঘশ্বাস!
বুকের মধ্যে হলুদ একটা পাতার দীর্ঘশ্বাস!

তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো!
তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো!