বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১৮

বান্ধবী



প্রেমিকা ছাড়াও কেউ একজন আসে আমাদের জীবনে।
তাকে আমরা বান্ধবী বলি।
ক্লাশ শেষে দু'জন মিলে ফুচকার দোকানে বসে খেয়ালীপনার ঝড় তুলি।
লোকালবাসে একসাথে দাঁড়িয়ে হাসাহাসি করি;
নোটস নিয়ে কথা বলি।

বই ধার নেই,ধরি ম্যাথ করে দেবার বায়না;
কখনো বা কল দিয়ে বলি ' বাসায় কেউ নেই।
এসে দু'টো ডাল ভাত রেঁধে দিয়ে যাবি?'

সিনেমা দেখি,ক্যাম্পাসে বসে আড্ডা দেই;
কখনো বা কল দিয়ে বলে ' আমার অনেক জ্বর।
এসে দু'টো প্যারাসিটামল কিনে দিয়ে যাবি?'

প্রেমিকা ছাড়াও কেউ একজন আসে আমাদের জীবনে।
তাদেরকে আমরা তুই করে বলি।
ইচ্ছে হলেই চুল ধরে টানি; ইচ্ছে হলেই দিন দুপুরে শুরু করে গালাগালি।
বোটানিক্যাল, চিড়িয়াখানা, শহরের অলিগলিতে,
আমরা বন্ধুত্বের সুর তুলি।

এরপর ধীরে ধীরে আমরা দূরে সরে যাই,
ভুলে যাই কে কার কতোটা আপন ছিলাম।
যদি কারো বিয়েতে হুট করে দেখা হয়ে যায়,
আচমকা তুই থেকে আমরা আপনি হয়ে যাই।

সে কোন মধ্যবয়স্ক লোককে ডেকে এনে বলে-
' আমার স্বামী। '
আমিও কোন এক সুন্দরীকে ডেকে এনে বলি-
' আমার উড বি।'

প্রেমিকা ছাড়াও কেউ একজন আসে আমাদের জীবনে।
তাকে আমরা বান্ধবী বলি।
তাকে আমরা তুই করে বলি।
এক সময় মনের অজান্তে-
তাকে ভালবেসে ফেলি।

                                       

শুক্রবার, ১৬ মার্চ, ২০১৮

বন্ধু তোমার ....

বন্ধু তোমার চোখের মাঝে চিন্তা খেলা করে বন্ধু তোমার কপাল জুড়ে চিন্তালোকের ছায়া, বন্ধু তোমার নাকের ভাঁজে চিন্তা নামের কায়া। বন্ধু আমার মন ভাল নেই, তোমার কি মন ভাল? বন্ধু তুমি একটু হেসো, একটু কথা বলো। বন্ধু আমার বন্ধু তুমি বন্ধু মোরা কজন, তবুও বন্ধু মন হলো না আপন। বন্ধু আমার বুকের মাঝে বিসর্জনের ব্যথা, বন্ধু তুমি ওমন করে করে যেও না একা, বন্ধু এসো স্বপ্ন আকি চারটা দেয়াল জুড়ে, বন্ধু এসো আকাশ দেখি পুরোটা চোখ খুলে বন্ধু এসো জলে ভাসি বুক ভাসানোর সুখে। বন্ধু আমার বন্ধু তুমি বন্ধু মোরা কজন, তবুও বন্ধু ভাসি নাকো, আকি নাকো স্বপন।

রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৮

আমার স্বপ্নের হাতে হাতকড়া

আমার স্বপ্নের হাতে হাতকড়া 
তাই স্বপ্নের হাতে বন্দী 
আমার মনের জমিতে জল নেই 
তাই তোমার সাথে সন্ধি 

রাধা...গো রাধা .................... 
শ্যাম পুড়ে যাই তোমার বিহনে... 

যমুনার ঘাট একা একা আজ 
শ্যামের বাশির সুর 
মধ্যরাতে ঘুম পালালে রাধা কতদুর 
রাধা..গো ........রাধা