বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০১৭

অসমাপ্ত গল্প

সময় সবসময় সবার সহায়ক হয়না । বেশীরভাগ ক্ষেত্রে বিপরীতে চলে । আর যদি সে হয় মধ্যবিত্ত তাহলে তো কথায় নাই ।

বিকাল গড়িয়ে সন্ধ্যা নেমে আসলো রকি এখনো রেললাইনের পাশ দিয়ে হাঁটছে । তার মন খুব খারাপ । সপ্না এক কথা বলে দিয়েছে যে তার সাথে আর রিলেশন রাখবে না । চার বছরের সম্পর্ক ভেঙ্গে দিয়েছে ।বলেছে   ফ্যামিলি তাদের এই সম্পর্ক কখন মেনে নিবে না । নিজের মনকে প্রশ্ন করছে নিজে নিজেই সপ্না তো ঠিকই বলেছে ।সম্পর্ক রেখেই বা কি লাভ । তাদের তো কোনদিন বিয়ে হবে না । সপ্না কোথায় বড়লোক বাবার এক মাত্র মেয়ে । আমার আমার বাবা সামান্য স্কুলের শিক্ষক । এই সব ভাবতে ভাবতে চারোদিকে অনেকটা অন্ধকার হয়ে আসছে । অনেকক্ষণ ধরে তার ফোন টা বেজে চলছে । সেদিকে তার কোন খেয়াল নাই । আরো কয়েক বার বাজার পর সে ফোন টা ধরলো । মার ফোন । 

কোথায় বাবা অনেক রাত হয়েছে কই তুই ...
                          এইতো রাস্তায় ......
      তাড়াতাড়ি বাসায় আয়......
                           
রকি জোরে জোরে হেটে বাসার দিকে এগিয়ে গেল ।  
         মা খেতে দেও ......
               টেবিলে বস আমি দিচ্ছি । 
খওয়া শেষ করে নিজের রুমে গিয়ে শুয়ে পড়লো । আকাশের দিকে তাকিয়ে ভাবছে কি করবে সে এখন । রুমটাও যেন আজকে খুব ছোট লাগছে তার । সবকিছু অসজ্য লাগছে তার । নিজেই নিজেকে অসজ্য মনে হচ্ছে । অনেক দুরে চলে যেতে ইচ্ছা করছে দুরে অনেক দুরে সবার থাকে দুরে । যেখানে কেউ থাকবে না । কিন্তু ইচ্ছা করলেই সবকিছু করা যায় না । তার ফ্যামিলি আছে দুইটা বোন বাবা মা । সবাই তার দিকে চেয়ে আছে । সবার দায়িত্ব তার উপর । 

যদিও তার কোন সেরকম সপ্ন নাই তবে কিছু একটা করবো সেই রকম চিন্তা ভাবনা । অনার্স শেষ । বাবা মা বাসা থেকে তাড়া দিছে কোন একটা চাকুরি করার জন্য । ছয় মাস পার হয়ে গেল এখনো কি করবে সেটাই ভেবে উঠতে পারেনি সে । বাসা থেকে চাপটা ইদানীং খুব বেড়ে গেছে । 

সকাল নায়টা । মার ডাকে ঘুম ভাঙ্গে রকির । আজ না তোর চাকুরির ইন্টার্ভিউ । টেবিলে নাস্তা আছে তাড়াতাড়ি খেয়ে যা ।  

আজ তার ১৪তম  ইন্টার্ভিউ ।   অনেকটা হাপাতে হাপাতে  ইন্টার্ভিউ তে যায় রকি । অফিসে দাড়াতে না দাড়াতেই তার ডাক । পুরো শরীল ঘেমে গেছে তার । অনেক ক্ষণ ইন্টার্ভিউতে থাকা মানুশ দের সাথে কথা বলার পর তাদের প্রশ্ন কতো সেলারি নিবেন ???
রকি তো পুরাই আকাশ থেকে পড়লো যেন কি বলছে তারা সে কি সঠিক শুনছে ? অনেক ক্ষণ চুপ থাকার পর আবার সে শুনতে পেল কতো সেলারি নিবেন রকি সাহেব ??
                                               ২০০০০+
কাল থেকে জয়েন করেন ।  

বন্ধুর কাছ থেকে টাকা ধার নিয়ে মিষ্টি কিনে বাসায় গেল । বাসার সবাই খুব খুশী ।  কিন্তু সে ততোটা খুশী না । আর মাত্র পাঁচদিন পর সপ্নার বিয়ে । সপ্নার সাথে তার দেখা করার দরকার । বাসা থেকে বের হয়ে গেল রকি ।  
ফোনটা বের করে সপ্নাকে একটা ফোন দিলো খুশীর খবর টা দিবে বলে । ওপার থেকে ভেসে আসলো ফোন দিয়েছ কেন ? তোমাকে না বলেছি আমাকে ফোন দিবে না । আমার বিয়ে । এক সাথে সব কথাগুলো বলে গেল সপ্না । 
আমি চাকুরি পেয়েছি বিকালে দেখা করতে পারবে ? রেললাইনের পাশে থাকবো এসো কিন্তু  । মনে মনে রকি ভেবে রেখেছে সপ্নাকে সাথে নিয়ে সপ্নার বাবার কাছে  গিয়ে তাদের বিয়ের কথা বলবে । 


বিকেলের অনেক আগেই রকি হাজির তার যে আর তর  সইতেছে না । কখন আসবে সপ্না কি বলবে তাকে অনেক দিন পর দেখা এই সব কথা ভাবছে আর পাইচারি করছে ।   সন্ধ্যা গড়িয়ে এলো সপ্নার আসার কোন নাম নেই  । অনেক রাতে রকি বাসায় ফিরলো । খেয়ে নিজের রুমে গিয়ে শুয়ে পড়লো । আর ভাবছে কেন সপ্না আসলোনা আজ ।ভাবতে ভাবতে কখন যে চোখে ঘুম আসে গেছে সে জানে না । 

মায়ের ডাকে ঘুম ভাঙ্গে রকির । অফিস যাবি না সময় তো হয়ে গেছে । খুব তাড়াতাড়ি রেডি হয়ে অফিস চলে যায় রকি । এভাবে চলে কয়েক দিন ।  

আজ সপ্নার বিয়ে । তার খুব ইচ্ছে একবার বধুর সাজে সপ্নাকে দেখবে সে । তাই অফিস থেকে তাড়াতাড়ি ছুটি নিয়ে চলে আসে । চুপি চুপি সপ্নাদের বাসার দিকে যায় আর সপ্নাকে মন ভরে দেখা চলে আসে । রেললাইনের পাশে এসে বসে থাকে একা । কিছুক্ষণ পর সপ্নার বিয়ের গাড়ি তার পাশ দিয়ে চলে যায় আর সে একদৃষ্টিতে চেয়ে থাকে । চোখের দুইফোটা পানি তার অজান্তেই মাটিতে পরে যায় । 
অনেক অল্প সময়ের মধ্যে নিজের দক্ষতা আর সত্যতার জোরে অনেক উচ্চপদে চলে যায় রকি । এখন সে কোম্পানির সি ই ও ।তার কাঁধে এখন অনেক দায়িত্য । 

আজ সকাল সকাল অফিসে আসছে রকি । অনেক কাজ । বিকেলে আবার এক বিবাহ বার্ষিকীর পার্টি তে যাওয়া লাগবে তার অফিসের কলিকের । সোহেল তার নাম । ভালো । রকির খুব পছন্দের ছেলে । রকি নিজেই তাকে চাকুরি দিয়েছে ।  

সন্ধার দিকে সবাই সোহেলের বাসায় আসে । পার্টি শুরু হয়ে গেছে  ।  সোহেল তার দুই বছরের বাচ্চাকে কোলে করে নিয়ে আসে রকি সামনে এগিয়ে গিয়ে বাচ্চাটাকে কোলে তুলে নেয় । কিছুক্ষণ পর সোহের কণ্ঠে ডাক  স্যার একটু এদিকে আসবেন প্লিজ  .. 
     রকি পিছনে ঘুরে তাকাতেই সোহেল বলে স্যার এইয়ে আমার স্ত্রী  । রকির তো চোখ ছানাপড়া । কাকে দেখছে সে । এতো তার সপ্নের সপ্না । 
রকি যেমন চেয়ে আছে সপ্নার দিকে সপ্নাও তেমন চেয়ে আছে রকির দিকে । সোহেল বলে চলে সপ্না শুনছো তোমাকে আমি বলেছিলাম না আমার স্যার এর কথা । স্যার এখনো বিয়ে করেনি । কোন এক মেয়েকে যেন স্যার ভালোবাসতো সে স্যার কে ছেরে চলে গেছে । অন্যজায়গায় বিয়ে করেছে । কি বোকা আর খারাপ মেয়েটা তাই না বল .........   
            বাচ্চার কথায় সবার ধ্যান ভাঙল । সোহেল সাহেব এবার আমি আসি রকি বলে বাচ্চাকে কোল থেকে নিচে নামালো । 
সপ্না বলে এখনি তো আসলেন একটু পরে যান ......... 
               আমার শরিলটা ভালো না আমি চললাম । ভালো থেক এবার দেখা হবে এই বলে চলে গেল  
সপ্না তার যাওয়ার পথের দিকে চেয়ে আছে ....................................অপলক দৃষ্টিতে ...