রবিবার, ১৬ অক্টোবর, ২০১৬

দূরত্ব টা বেড়ে চলছে ...........................

আগের দিন খুব গুলো ভালো ছিলো । আমরা দুই বন্ধু সবসময় একসাথে থাকতাম । দুজনেই সারাদিন ঘুরাঘুরি আড্ডা দিয়েই দিন রাত পার করে দিতাম । আমাদের পরিচয় হয়েছিলো ক্লাশ সেভেনে । আমাদের বন্ধুত্বের আট বছর হলো কিন্তু এখনো একজনের কাছে অন্যজন একবারে নতুন লাগে । যদিও দুই বছর ধরে আমরা আলাদা তবুও আমাদের নিয়মিত কথা হয় দেখা হলে সেই আগের মতো মারামারি, আড্ডা । এর মধ্যে আমাদের মাঝে অনেক বন্ধু আসছে কেউ আছে কেউ চলে গেছে । এটাই জীবন আসবে যাবে ।


নতুন নতুন সব কিছুই সবার  ভালোলাগে ।  দিনযতো যায় খারাপ লাগতে শুরু করে ।

প্রথম দিকে আমার ভালো খারাপ সবকিছুই তোমার ভালোলাগতো । আমি যা করি সেটাই তুমি ভালো বলতে ।  আমি তোমাকে একটা কথা বার বার বলতাম আমি এখন যে ভাবে চলি এভাবেই চলবো আমি পরিবর্তন হতে পারবোনা । তুমি সেটাকে খুব ভালোভাবেই মেনে নিয়েছিলে । আর আমার ভালোলাগা গুলোকে তুমি মেনে নিয়েছিলে বলেই হইতো তোমার সাথে আমার সম্পর্ক হয়ে ছিলো ।

তোমার সাথে চলতে চলতে আমার অনেক ইচ্ছে ভালোলাগা গুলো তোমার খারাপ লাগে বলে বাদ দিতে শুরু করলাম আর সেই তুমি আমাকে তোমার জীবন থেকে বাদ দিতে লাগলে ।

এখন আর আমার কোন কিছুই তোমার ভালোলাগে না ।  আমি অনেক পুরোতন হয়ে গেছি আমার প্রয়োজন তোমার আর নেই  । তুমি কয়েকবার আমাদের সম্পর্ক টা বাদ দিতে চেয়েছিলে কিন্তু শুধু আমার জন্যই তা হয়ে উঠেনি । কিন্তু এখন বুজতে পারছি তোমাকে ফেরাটা আমার ভুল হয়েছে ।

তুমি জীবনে এসেছিলে দমকা হাওয়ার মতো নিঃশেষ করে চলেগেছো । শুধু রেখে গেছো কিছু ব্যদনা ময় সৃতি  ।আমি না হয় সেই সৃতি নিয়েই বেছে থাকবো তোমার আড়ালে ।

সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হয় । ঠিক তুমিও পরিবর্তন হয়ে যাচ্ছ । একটা সময় ছিলো যে সময় তুমি আমাকে ছাড়া কিছু বুঝতে না আমাকে ছাড়া তোমার অনেক কাজ হতো না কিন্তু এখন আমার কোন প্রয়োজন তোমার হয়না ।

আমাদের সম্পর্কটা হইতো অনেক দিনের অথবা অনেকে জানে বলেই হইতো এখনো আছে । কিন্তু তা শুধু নামে মাত্র । লোক দেখানো । আমাদের মধ্যের সম্পর্ক টা দিনে দিনে দূরে সরে যাচ্ছে । যদি এভাবে চলে তাহলে হইতো একদিন আমাদের সম্পর্ক টা আর থাকবে না ।

তুমি বদলালেও আমার বন্ধু ঠিক থাকবে । হইতো কিছুদিন খারাপ লাগবে বা প্রতি রাতে তোমার কথা মনে পড়বে ,তোমার সাথে কাটানো মহুত গুলো মনে পড়বে । আমি ঠিক আমার বন্ধুর সাথে তোমার অভাব টা কাটিয়ে নিবো । তোমার মতো  ধীরে ধীরে তোমাকে ছাড়া চলতে শিখে যাবো ।

তুমি একদিন আমার কাছে আসতে চাইবে কিন্তু জানি না সেদিন আমি কোথায় কিভাবে থাকবো ।  হইতো সেদিন আর সে সুযোগ থাকবে না ।

বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬

বন্ধুত্ব

তোর সাথে আমার পরিচয় টা সেই মিষ্টি স্যারের ক্লাশে ।প্রথম সেমিস্টার এ ।  সেই প্রথম কথা বলা সেই থেকে বন্ধুত্ব । এক সাথে চলা । ক্লাশে স্যার ম্যাম রা কোন কাজ দিলে এক সাথে করা । রাতে স্কাইপিতে কথা বলা এক সাথে পড়া ।

তোর সাথে কেন জানি খুব তাড়াতাড়ি আমার ভালো বন্ধুত্ব হয়ে গেছিলো । ভার্সিটি লাইফের প্রথম তুই খুব ভালো বন্ধু । তোর মনে পড়ে আমরা প্রতিদিন স্কাইপিতে কতো কথা বলতাম সেই সন্ধ্যা থেকে অনেক রাত পর্যন্ত । তোর যতো কথা আমার কথা । কথার মাঝে কোন সময় এবার কোড করা ।

ভার্সিটিতে এসে ক্লাশের পর গল্প করা । মারামারি করা । ঝগড়া করা । কতো কি  ।। আমি সেই প্রথম থেকেই তোরে সাথে ঝগড়া করতাম । তোকে খুব বেশি পরিমান রাগাতাম । কেন জানি তোরে ডিস্টাব করতে  তোরে রাগাতে  খুব ভালো লাগতো এখনো লাগে ।


তুই আর আমি এমন ভাবে চলতাম যে আমাদের ক্লাশের অনেকেই ভাবতো আমরা দুজনে প্রেম করি  । এ নিয়ে অনেকে অনেক কথাও বলেছে । মাঝে মাঝে অনেক বিরক্ত কর কথার সম্মুখি তোকে আর আমাকে হতে হয়েছে ? এ নিয়ে মাঝে মাঝে কে কি বলল কে কি ভাবল তা নিয়ে আমাদের মাঝে অনেক কথা হতো আর হাসতাম মাঝে মাঝে রাগও হতো ।  এখনো  অনেকের মনে এ ধারনা যে নাই তা বললে ভুল হবে ।আমাদের পিছনে তারা বলে বেড়ায় ঠিকই । নিন্দুকেরা বলবেই তাতে আমাদের কোন যাই আসে না ।


মন খুলে যাকে নিজের সব কথা বলা যায় সেই তো আসলে বন্ধু  । যার কষ্টতে নিজের কষ্ট হয় যার হাসিতে  নিজে হাসি যার আনন্দে নিজের আনন্দ সেই তো বন্ধু  ।   তুই যেন আমার সে রকমি এক বন্ধু  । যাকে আমি  মন খুলে সব বলতে পারি  ।  তোর মন খারাপ থাকলে খারাপ লাগে তুই হাসলে ভালো লাগে ।

ভার্সিটির শত পের‍্যার মধ্যেও আমরা অনেক আনন্দ করছি । এক সাথে ঘুরতে যাওয়া । ট্রিট নামক ভক্ষণ করা । সাথে যোগ হয়েছে শাওন ,রজনী ,ছন্দ,আঞ্জীর,বান্ধবী।

তোর কিছু হলে তুই আমাকে বলতি তোর মন খারাপ থাকলে কারন টা আমি জানতে পারতাম । কিন্তু কেন জানি কয়েকদিন থেকে তুই কি যেন একটা নিয়ে খুব অস্বস্তিতে আছিস । মন মরা হয়ে থাকিস । তুই না বললে জানতে চাইবোনা কিন্তু তুই মন মন মরা হয়ে থাকলে ভালো লাগে না ।


হয়তো জীবনের তাগিদে আমরা অনেক দূরে চলে যাবো কিন্তু থেকে যাবে আমাদের বন্ধুত্ব । এই আশায় করি  ।  আরো অনেক কিছু লিখার ছিলো কিন্তু হাত ব্যাথা করে ।


ধুর কি লিখতে বসে কি লিখলাম । যাই হক ফইন্নি ভালো থাকার কারন জানতে চাইনা কিন্তু মন খারাপ হলে অন্তত বলিস আর না বললে মন খারাপ করে থাকবি না ।


থাকলে মাথায় ফাটাইয়ে দিমু  ...............।


শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৬

খবর দিও হটাৎ কান্না পেলে

দুঃখ তোমার কেড়ে নিতে চায় যত
  এমন একটা নাছোড় বান্ধা ছেলে
দুঃখ তোমার কেড়ে নিতে চায় যত
   এমন একটা নাছোড় বান্ধা ছেলে
  সুখের দিনে নাই বা পেলে পাশে  
 খবর দিও হটাৎ কান্না পেলে
দুঃখ তোমার কেড়ে নিতে চায় যত
এমন একটা নাছোড় বান্ধা ছেলে
 সুখের দিনে নাই বা পেলে পাশে
 খবর দিও হটাৎ কান্না পেলে ।
     
     
   তোমার খবর ভুল ঠিকানায় চিঠি  
 তোমার খবর গিরস্থালির গান
কেমন আছো আগেও যেমন ছিলে
বৃষ্টি ভেজা এক জীবনের স্নান
 এক জীবনের বৃষ্টি দিয়ে তুমি
সারা জীবন ভিজিয়ে দিয়ে গেলে
 এক জীবনের বৃষ্টি দিয়ে তুমি
সারা জীবন ভিজিয়ে দিয়ে গেলে
মেঘলা দিনে নাই বা পেলে পাশে
খবর দিও হটাৎ কান্না পেলে ।


হাতের পাতায় ফুলের বসত বাটি
দূরের তারায় আকাশ ধোয়া জল
মিথ্যে সখের তোমার পরিপাটি
বেঁচে থাকার এই টুকু সম্বল
হয়তো আমি ধূসর কোন আলো
অনাদরে ভাসিয়ে দিয়ে গেলে
হয়তো আমি ধূসর কোন আলো
অনাদরে ভাসিয়ে দিয়ে গেলে
মেঘলা দিনে নাই বা পেলে পাশে
খবর দিও হটাৎ কান্না পেলে ।


মেঘলা দিনে নাই বা পেলে পাশে
খবর দিও হটাৎ কান্না পেলে ......
খবর দিও হটাৎ কান্না পেলে
খবর দিও হটাৎ কান্না পেলে..................।



বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৬

কেন আলো হয়ে আসেছিলে জীবনে

অন্ধকারে ছিলে তুমি পথ দেখানো আলোর মতন,
কি দোষ ছিল বল আমার কেন হলো চন্দ্রগ্রহন?
তুমি ছিলে আমার প্রথম মধুর মায়াবী ভালোবাসায়!
এখনো আমি অন্ধকারে পথ চলেছি একা একা,
অনুভবে খুব নিরবে পাবো বলে তোমার দেখা।


তোমার চোখে পৃথিবী আমার দেখেছিলাম প্রথম দেখায়,
শেষ বিকেলেও ছিল সেটা তোমার মধুর ভালোবাসায়।
সেই ভালোবাসা আজও আছে, নেই শুধু তুমি আমার কাছে!
এখনো আমি অন্ধকারে পথ চলেছি একা একা,
অনুভবে খুব নিরবে পাবো বলে তোমার দেখা।


তোমায় ছাড়া এক একটি ক্ষণ শূন্যতা লাগে অন্যরকম,
ভাবনার রানী শুধুই যে তুমি কখনো কি আমায় কর না স্মরণ?
তুমি আমার নও যদি মানতে হয়, সঙ্গী তখন যেন হয় মরণ!
এখনো আমি অন্ধকারে পথ চলেছি একা একা,
অনুভবে খুব নিরবে পাবো বলে তোমার দেখা।


ভালো যদি নাইবা বাসবে কেন দেখিয়েছিলে মিছে আশা?
পাশে যদি নাইবা থাকবে কেন কেঁড়ে নিয়েছো এ মনের ভাষা?
তুমি ছাড়া আমি দিশে হারা, বাঁধে বাসা নিরাশারা!
এখনো আমি অন্ধকারে পথ চলেছি একা একা,
অনুভবে খুব নিরবে পাবো বলে তোমার দেখা।