রবিবার, ২২ জানুয়ারী, ২০১৭

একটা মেয়ের নিরাপত্তা কোথায় ???

একমাত্র মায়ের কোলে একটা মেয়ে নিরাপদ । কিন্তু প্রশ্ন হচ্ছে মায়ের কোলে একটা মেয়ে কতোদিন থাকতে পারে ? খুব হলে তিন থেকে চার বছর । তারপর একটা মেয়ে কে সমাজে চলতে হয় ।

আমাদের সমাজে আমাদের চারপাশে কিছু কুরুচি পুন্য মানুশ বাস করে । যারা সমাজের কিট । এদের জন্য যতো সব সমস্যা ।

একটা মেয়ে ছোট থেকে বড় হতে তাদের অনেক কিছুর মুখোমুখি হতে হয় । এই সমাজ একটা মেয়েকে সহজে মেনে নেয়না । একটা মেয়ে ভাবতেই পারে তার পরিবার তার আত্মীয়য় কাছে সে নিরাপদ। কিন্তু সেখানেও সে নিরাপদ না । কথাটা খারাপ শুনালেও এটাই সত্যি যে একটা মেয়ে প্রথম তার আত্মীয়য় কাছেই সবথেকে খারাপ ব্যবহার টা পায় যা সে কখনো আশা করেনি  ।

মেয়ে যদি শিক্ষিত না হয় তাহলে আমাদের সমাজে তার কোন মুল্য নাই কিন্তু যখন মেয়েটা শিক্ষার জন্য দিনে রাতে চলা লাগে তখন মেয়েটা খুব খারাপ  । এমন কি শিক্ষকের কাছে একটা মেয়েকে লাঞ্চিত হতে হয় । যারা কিনা মানুশ তৈরির কারিগর । তাহলে কার কাছে একটা মেয়ের নিরাপত্তা ??

একটা মেয়ে যখন রাস্তা দিয়ে চলে তখন তাকে শুনতে হয় বাজে কথা । কিছু বখাটেদের শিকার হতে হয় । কিন্তু কেন ? একটা মেয়ের কি রাস্তায় চলার অধিকার নাই ??
মেয়ের চলার প্রতিটি ক্ষেত্রে তাদের এরকম হাজারো সমস্যার সম্মুখি হতে হয় ।

আমাদের সমাজের কিছু লোক আবার মেয়েদের দোষ দেয় । কেন মেয়েদের একা রাস্তায় চলা লাগবে ? কেন ্মেয়েদের এতো পড়াশুনা করা লাগবে ? কেন মেয়েদের রাতে ঘুরা ফেরা করা লাগবে ?

আমাদের সমাজ একটা শিক্ষিত মেয়ে চাই কিন্তু বাইরে যেতে দিবে না , বেশি পড়াশুনা করতে দিবে না আবার রাতে চলাফেরা করতে দিবে না তাহলে একটা মেয়ে কি করে শিক্ষিত হবে ??

অনেকে মেয়েদের পোশাক নিয়ে প্রশ্ন করেন আমি তাদের বলতে চাই নিজে আগে ঠিক হন । একটা মেয়ে রাস্তায় চললে কেন তাকে বাজে কথা বলতে হবে  ,কেন  তাকে টিস করা লাগবে ??

আমাদের সবারি ঘরে মা বোন আছে । আমরা তো তাদের কিছু বলিনা । প্রত্যেকটা মেয়েই তো কারো না কারো বোন । যদি নিজের মা বোন কে অন্য কেউ বাজে কথা বলতো তাহলে নিশ্চয় আপনি তাকে এমনি এমনি ছেড়ে দিতেন  না । তাহলে অন্যের বোন কে কেন ??

আমরা কি পারিনা নিজেদের পরিবর্তন করতে ? আমরা কি পারিনা সমাজের কিট গুলোকে ছাটায় করতে ? একটা বোনের নিরাপত্তা দিতে ? প্রত্যেকটা মেয়েই তো কোন না কোন ভাইয়ের বোন । কেন পারিনা তাদের নিজেদের বোন ভাবতে ?আমরা কি পারিনা  সমাজের প্রতিটা ক্ষেত্রে মেয়েদের নিরাপত্তা দিতে ??????????????????????