শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৬

খবর দিও হটাৎ কান্না পেলে

দুঃখ তোমার কেড়ে নিতে চায় যত
  এমন একটা নাছোড় বান্ধা ছেলে
দুঃখ তোমার কেড়ে নিতে চায় যত
   এমন একটা নাছোড় বান্ধা ছেলে
  সুখের দিনে নাই বা পেলে পাশে  
 খবর দিও হটাৎ কান্না পেলে
দুঃখ তোমার কেড়ে নিতে চায় যত
এমন একটা নাছোড় বান্ধা ছেলে
 সুখের দিনে নাই বা পেলে পাশে
 খবর দিও হটাৎ কান্না পেলে ।
     
     
   তোমার খবর ভুল ঠিকানায় চিঠি  
 তোমার খবর গিরস্থালির গান
কেমন আছো আগেও যেমন ছিলে
বৃষ্টি ভেজা এক জীবনের স্নান
 এক জীবনের বৃষ্টি দিয়ে তুমি
সারা জীবন ভিজিয়ে দিয়ে গেলে
 এক জীবনের বৃষ্টি দিয়ে তুমি
সারা জীবন ভিজিয়ে দিয়ে গেলে
মেঘলা দিনে নাই বা পেলে পাশে
খবর দিও হটাৎ কান্না পেলে ।


হাতের পাতায় ফুলের বসত বাটি
দূরের তারায় আকাশ ধোয়া জল
মিথ্যে সখের তোমার পরিপাটি
বেঁচে থাকার এই টুকু সম্বল
হয়তো আমি ধূসর কোন আলো
অনাদরে ভাসিয়ে দিয়ে গেলে
হয়তো আমি ধূসর কোন আলো
অনাদরে ভাসিয়ে দিয়ে গেলে
মেঘলা দিনে নাই বা পেলে পাশে
খবর দিও হটাৎ কান্না পেলে ।


মেঘলা দিনে নাই বা পেলে পাশে
খবর দিও হটাৎ কান্না পেলে ......
খবর দিও হটাৎ কান্না পেলে
খবর দিও হটাৎ কান্না পেলে..................।



বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৬

কেন আলো হয়ে আসেছিলে জীবনে

অন্ধকারে ছিলে তুমি পথ দেখানো আলোর মতন,
কি দোষ ছিল বল আমার কেন হলো চন্দ্রগ্রহন?
তুমি ছিলে আমার প্রথম মধুর মায়াবী ভালোবাসায়!
এখনো আমি অন্ধকারে পথ চলেছি একা একা,
অনুভবে খুব নিরবে পাবো বলে তোমার দেখা।


তোমার চোখে পৃথিবী আমার দেখেছিলাম প্রথম দেখায়,
শেষ বিকেলেও ছিল সেটা তোমার মধুর ভালোবাসায়।
সেই ভালোবাসা আজও আছে, নেই শুধু তুমি আমার কাছে!
এখনো আমি অন্ধকারে পথ চলেছি একা একা,
অনুভবে খুব নিরবে পাবো বলে তোমার দেখা।


তোমায় ছাড়া এক একটি ক্ষণ শূন্যতা লাগে অন্যরকম,
ভাবনার রানী শুধুই যে তুমি কখনো কি আমায় কর না স্মরণ?
তুমি আমার নও যদি মানতে হয়, সঙ্গী তখন যেন হয় মরণ!
এখনো আমি অন্ধকারে পথ চলেছি একা একা,
অনুভবে খুব নিরবে পাবো বলে তোমার দেখা।


ভালো যদি নাইবা বাসবে কেন দেখিয়েছিলে মিছে আশা?
পাশে যদি নাইবা থাকবে কেন কেঁড়ে নিয়েছো এ মনের ভাষা?
তুমি ছাড়া আমি দিশে হারা, বাঁধে বাসা নিরাশারা!
এখনো আমি অন্ধকারে পথ চলেছি একা একা,
অনুভবে খুব নিরবে পাবো বলে তোমার দেখা।